পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামের সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী কর্ণফুলী নদী রক্ষায় সেতুর বদলে তলদেশে টানেল নির্মাণের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি বেঁচে থাকলে আজ খুবই আনন্দিত হতেন। গতকাল রোববার কর্ণফুলী টানেলের খননকাজ উদ্বোধনের পর সুধী সমাবেশে দেয়া বক্তব্যের শুরুতে চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, বীর চট্টলার গণমানুষের নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি ভ‚মিকা রেখেছেন। কর্ণফুলী নদীর ওপর ব্রিজ করলে নদীর ক্ষতি হবে। পলি জমে চট্টগ্রাম বন্দরের ক্ষতি হবে। তাই গণমানুষের এই নেতা কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের দাবিতে আন্দোলন করেছিলেন। ওই আন্দোলন ছিল অত্যন্ত যৌক্তিক। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সময় করতালিতে মুখরিত হয় পুরো সুধী সমাবেশ।
এরপর প্রধানমন্ত্রী কিছুটা ভারাক্রান্ত কণ্ঠে বলেন, আজ কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ শুরু হচ্ছে। তিনি নেই, থাকলে খুব খুশি হতেন। আজ আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এখানে দাঁড়িয়ে অনেক স্মৃতি আমার মনে পড়ছে। এ সময় সেখানে উপস্থিত মহিউদ্দিন চৌধুরীর ছেলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলকে চোখ মুছতে দেখা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।