Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো সিনেমার নাম ভূমিকায় তিশা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এ পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেননি। প্রথমবারের মতো একটি চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করলেন। অরুণ চৌধুরীর নতুন সিনেমা মায়াবতীতে তিনি এ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির শূটিং শেষে এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। অরুণ চৌধুরী জানান, মার্চে মায়াবতী সেন্সরে যাবে। তিনি বলেন, আমার প্রথম চলচ্চিত্র আলতাবানুর প্রধান চরিত্রে মম অভিনয় করেছিলেন, দ্বিতীয় সিনেমায় অভিনয় করেছেন তিশার মত শক্তিশালী অভিনেত্রী। সিনেমায় দর্শক তিশা-ইয়াশের মত একটি নতুন জুটি পাবেন। তাছাড়া রাইসুল ইসলাম আসাদ, মামুুনুর রশীদ, দিলারা জামান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, ওয়াহিদা মল্লিক জলি, আব্দুল্লাহ রানা, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল-এর মত মেধাবী অভিনয়শিল্পীদের সমন্বয় ঘটেছে সিনেমাটিতে। তিশা বলেন, গল্প-চরিত্র-নির্মাতা, এই তিনটি বিষয়ে আমি কখনো ছাড় দেই না। মায়াবতীর শক্তি অরুণ দার গল্প। আমার মন ছুঁয়ে গেছে। আমি নিশ্চিত এই গল্পের সাথে যে কোনো বয়সের, যে কোনো শ্রেণীর দর্শকই একাত্ম হতে পারবেন। উল্লেখ্য তিশা এর আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, অস্তিত্ব, রানা পাগলা, ডুব, হালদা, ফাগুন হাওয়ায় চলচ্চিত্রে অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমার তিশা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ