Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুড়িহাট্টায় যেভাবে আগুনের সূত্রপাত

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ২:২৩ এএম

চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড শুরুর সময়ের ভিডিও ফুটেজ ধরা পড়েছে পাশের একটি রেস্টুরন্টের সিসিটিভি ক্যামেরায়। ওই ভিডিওতে দেখা যায় রাত সাড়ে ১০টায় ওই হোটেলের সামনের অংশে রুটি বানাচ্ছিলেন কর্মীরা। হোটেলের সামনে রিকসা, ভ্যানের সারি থেমে ছিল। এর মধ্যেই হঠাৎ বিকট শব্দ করে আগুনের স্্েরাত ধেয়ে আসে। কয়েক সেকেন্ডের মধ্যে সামনের সড়ক আগুন গ্রাস করে ফেলে। সেখানে থাকা রিকসা ভ্যানের লোকজন যারা পেরেছেন তারা দৌঁড়ে সরে যান। তবে বিস্ফোরণের কেন্দ্র থেকে কাউকে আর বের হতে দেখা যায়নি। চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৬৭ জনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ অনেককে খুঁঁজছেন স্বজনরা। আগুনে গুরুতর দগ্ধ ৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুড়িহাট্টায় যেভাবে আগুনের সূত্রপাত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ