বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সরকার সকলের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণে বদ্ধপরিকর।
গতকাল শনিবার রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত অতিশ দীপঙ্কর শান্তি স্বর্ণ পুরস্কার এবং বিশুদ্ধানন্দ শান্তি পুরস্কার শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সাস্প্রদায়িক সস্প্রীতির দেশ। আমাদের প্রধানমন্ত্রী সকল সস্প্রদায়ের ধর্ম কর্ম সম্পাদনে সকল স্বাধীনতা নিশ্চিত করেছেন। সাম্প্রদায়িক অশান্তির ক্ষেত্রে আমাদের সরকারের রয়েছে শূণ্য সহনশীলতা।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার দলীয় এমপি সাবের হোসেন চৌধুরী। এ অনুষ্ঠানে দেশি-বিদেশি ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণপদক প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।