Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

অবৈধ ব্যবসা বন্ধে সরকারের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েনের সভা

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অবৈধ ব্যবসা বন্ধে বাংলাদেশ ব্যাংক ও প্রশাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ। মানি চেঞ্জার্স এসোসিয়েশন শনিবার রাতে গুলশানের পিংক সিটির বাটন রোজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি মো. মুস্তফা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি আসাদুর রহমান। অন্যান্যদেরও মধ্যে সহ-সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক এমএইচ জামান এবং সদস্য আবুল হোসেন শান্তু বক্তব্য রাখেন। গুলশান-বনানী-উত্তরা-মিরপুর-ধানমন্ডি-মতিঝিলসহ পারিপার্শ্বিক এলাকার ৬৫টি মানি চেঞ্জারের প্রধান ব্যক্তিগণের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় মূলত অবৈধ মানি চেঞ্জারের উপস্থিতি ও তাদের অবৈধ কার্যকলাপের দরুন ব্যবসার নেতিবাচক প্রভাব সম্বন্ধে আলোচনা করা হয়। সভাশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবৈধ ব্যবসা বন্ধে সরকারের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েনের সভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ