প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, এডভাইজার অব দ্য প্রেসিডেন্ট অব ইলেকশন এফেয়ার্স এবং কনভেনার অব দ্য সেন্ট্রাল কমিটি অব জাতীয় কালচালাল পার্টি-এই তিনটি পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা)। গত বৃহস্পতিবার তিনি এই তিন পদ থেকে পদত্যাগ করে পার্টির প্রেসিডেন্ট বরাবর পদত্যাগ পত্র দিয়েছেন। সোহেল রানা বলেন, ‘কারো প্রতি কোনরকম বিরূপ প্রতিক্রিয়া কিংবা কোনরকম অভিযোগ ছাড়াই আমি দলের তিনটি পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। পার্টি প্রেসিডেন্ট আমাকে সবসময়ই ¯েœহ করতেন, ভালোবাসতেন। দল থেকে সরে এলেও এর ব্যত্যয় হবে না বলে আমার বিশ্বাস।’ তবে সোহেল রানার রিজাইন লেটারের প্রত্যুত্তরে এখনো জাতীয় পার্টির প্রেসিডেন্ট কিছুই জানাননি। এদিকে সোহেল রানা চলচ্চিত্রে মনোনিবেশ করবেন বলে জানা যায়। তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ‘রিটার্ণ টিকেট’। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র হচ্ছে কাজী রোজীর কবিতা অবলম্বনে শহীদুল হক খান পরিচালিত ‘আমার পিরাণের কোন মাপ নাই’ এবং অপূর্ব রানার ‘ইন্যোসেন্ট লাভ’। সোহেল রানা বলেন, ‘আমার পিরাণের কোন মাপ নাই ’ সিনেমাটিতে নুতন আমাকে খুঁজে পাবেন দর্শক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।