Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুরে বইমেলার উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৭ এএম

উলিপুর বই মেলা হোক, উত্তর অঞ্চলের সাহিত্য সংস্কৃতির মিলন মেলা-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ ফেয়ায়ের উদ্দোগে কুড়িগ্রামের উলিপুরে ২৪ তম বই মেলার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌরসভার কাচারী মাঠে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৭দিন ব্যাপী বই মেলার প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম.এ মতিন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় ফ্রেন্ডস্ ফেয়ায়ের আহবায়ক জুলফিকার আলী সেনার সভাপতিত্বে ও সুদেপ সরকার সৌরভের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, পুলিশ পরির্দশক (তদন্ত) আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক (অব.) হরিগোপাল সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম হোসেন মন্টু, বনিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, উদীচী সভাপতি মিনহাজ আহম্মেদ মুকুল ও জুলফিকার মিয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বইমেলার উদ্বোধন

২৪ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ