Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় আছাদুজ্জামান ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন আলমগীর-উদয় জুটি

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৭ এএম

মাগুরায় বন্ধু ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত ২মাসব্যাপী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। চুড়ান্ত খেলায় আলমগীর- উদয় জুটি চ্যাম্পিয়ন ও সৈয়দ নোভেল- শহিদুল জুিট রানারআপ হয। অপরদিকে আন্ত পুলিশ প্রতিযোগীতায় অতিরিক্ত পুলিশ সুপার এসপি তারিকুল ইসলাম-এস আই কেরামত জুটি চ্যাম্পিয়ন ও জাহিদ সাইফুল জুটি রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। প্রায় ২শ খেলেঅযাড় এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। জমজমাট এ প্রতিযোগীতা মাগুরায় ব্যাডমিন্টন খেলায় নবজাগরনের সৃষ্টি করেছে।

সন্ধ্যায় শহরের চৌরঙ্গীর মোড়ে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। বন্ধু ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি পুলিশ সুপার খান মুহম্মাদ রেজোয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আলী আকবর, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন । মাগুরার পুলিশ সুপার খান মুহম্মাদ রেজোয়ান এর উদ্যোগে ২মাসধরে চলা এ টুর্নামেন্ট সার্থকভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ