Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সেরা নাচিয়ে চ্যাম্পিয়ন হলেন ফারজানা হৃদি শেখ

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সারাদেশ থেকে অংশ নিয়েছিলো ৪৫ হাজার প্রতিযোগী। দীর্ঘ ছয়মাস প্রতিযোগিতার লড়াইয়ে সাত প্রতিযোগী থেকে চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন থ্রি-এর চ্যাম্পিয়ন হলেন ঢাকার মেয়ে ফারজানা হৃদি শেখ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে গত ১৩ মে সন্ধ্যায় বিচারকদের রায়ে সেরার মুকুট জয় করেন এই প্রতিযোগী। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেয়া হয় এসিআই-ফান চানাচুরের সৌজন্যে ব্রান্ড নিউ কার-এর চাবি এবং তার মাথায় পরিয়ে দেয়া হয় ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে সুদৃশ্য ক্রাউন। প্রথম রানারআপ হয়েছেন সিনথিয়া ইয়াছমিন নূপুর (মুন্সিগঞ্জ)। দ্বিতীয় রানারআপ হয়েছেন উম্মে হাবিবা শোভা (রংপুর)। পুরস্কার হিসেবে তাদেরকেও দেয়া হয়েছে যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকা। বিজয়ী প্রত্যেকের জন্য রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র, নাটক, টেলিফিল্মে অভিনয় এবং ইমপ্রেস অডিও ভিশন থেকে ডিভিডি-সিডি প্রকাশ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন-চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, এএসটি বেভারেজ লি.- এর চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, এসিআই গ্রæপের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর, অতিথি বিচারক চিত্রনায়িকা পূর্ণিমা এবং প্রতিযোগিতার প্রধান বিচারক ফেরদৌস আহমেদ ও মেহের আফরোজ শাওন এবং ক্রাউন পরিয়ে দেন সেরা নাচিয়ে সিজন-টু ইভানা।



 

Show all comments
  • jack ali ২৪ এপ্রিল, ২০১৯, ১২:২৪ পিএম says : 0
    Our media are spreading Indecency through news paper/Television..They should fear Allah...there is no place in our Beloved Islam that muslim women are in ad/dancing/model/film star.... I politely ask them.. they should fear Allah and give up these these filthy life style InshaAllah....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেরা নাচিয়ে চ্যাম্পিয়ন হলেন ফারজানা হৃদি শেখ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ