প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী এবার শুরু করেছেন বৌ সাজানো নিয়ে প্রতিযোগিতা ‘ডেকো ফুডস লি. বউ সাজানো প্রতিযোগিতা ২০১৯’। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন কেকা ফেরদৌসী। তিনি জানান, ‘প্রথমবার ৬৪ জেলাতে যেতে না পারলেও আমরা চেষ্টা করবো পরবর্তী বছর থেকে দেশের সব জেলাতে যেতে। প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের পার্লার উদ্যোক্তারা। তিনি জানান, বিয়ে বাড়ির আদলে এবং বিয়ে বাড়িতে যা যা আয়োজন করা হয় ঠিক তেমনিভাবে প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর ফলে কোন অঞ্চলের বিয়েতে কোন ধরণের আয়োজন করা হয় দর্শকদের সামনে তা ফুঠে উঠবে। তিনি বলেন, প্রথম বিজয়ীর জন্য দুই লাখ টাকা নগদ ছাড়াও থাকবে আকর্ষনীয় পুরস্কার। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী পাবেন যথাক্রমে এক লাখ এবং পঞ্চাশ হাজার টাকা। সাথে পাবেন অন্যান্য পুরস্কার সামগ্রী।’ কেকা ফেরদৌসীর সাথে প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেসব এলাকায় যাতায়াতের সঠিক ব্যবস্থা নেই অথচ সে সকল এলাকাতেও বিউটি পার্লার রয়েছে, এর ফলে নারীদের কর্মস্থানও বেড়েছে। কিন্তু উদ্যোক্তাদের মূল্যায়ন করার মতো কোনো সুযোগ এখনো তৈরী হয়নি। এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা আশা করছি, যোগ্য উদ্যোক্তাকে মূল্যায়ন করতে পারবো। যোগ্যতার মূল্যায়ন দেওয়ার ফলে পার্লার ব্যাবসয়ীরা আরো উদ্যোগী হবেন এ ব্যাবসায়।’ প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন অভিনেত্রী মডেল নোভা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।