Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া সঞ্চয় সপ্তাহের উদ্বোধন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:১৭ পিএম

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বগুড়া জেলা সঞ্চয় অফিস, ব্যুরোর আয়োজনে শনিবার সকালে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে জাতীয় সঞ্চয় সপ্তাহের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। র‍্যালীতে জেলার পদস্থ কর্মকর্তাগন এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এবারের সঞ্চয় সপ্তাহের স্লোগান‘সঞ্চয় সমৃদ্ধির সোপান, সঞ্চয় করুন দেশ গড়ুন’। সঞ্চয় সপ্তাহকে সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কয়েকটি গ্রুপ গঠন করেন। সঞ্চয়পত্রে বিনিয়োগের সাধারনের মধ্যে উদ্বুদ্ধ কর্মসূচী ছাড়াও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বগুড়া সঞ্চয় অফিস/ব্যুরোর সহকারী পরিচালক হোসনে আরা বেগম। তিনি জানান, চলতি অর্থ বছরে বগুড়ার লক্ষ্যমাত্রা ধরা আছে ১শ’ ৫৯ কোটি টাকা। বগুড়া সঞ্চয় অফিস/ব্যুরো এ বছর জানুয়ারি মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১শ’৮৩ দশমিক ৪০ কোটি টাকা অর্জন করেছে যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৪ দশমিক ৪০ কোটি টাকা বেশি। আশা করা হয়েছে চলতি অর্থ বছরে বগুড়ার অর্জন আরও বেশি হব। তিনি আরো জানান, জাতীয় সঞ্চয় অধিদফতরের দুর্নীতির যে কোন অভিযোগ টোল ফ্রি ১০৬ নম্বর হট লাইন চালু করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঞ্চয় সপ্তাহ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ