পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চকবাজার চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকান্ডে জান, মালসহ ইট-পাথরের বিল্ডিং পুড়ে কঙ্কাল হয়ে গেলেও অক্ষত রায়েছে পবিত্র কালিমা ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (স.)। গতকাল শুক্রবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, পুরো এলাকাটি যেন এক মৃত্যুপুরীর আকার ধারণ করেছে। আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন বহন করছে এলাকার দালানকোটাসহ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মালামালসহ সব জিনিসপত্রই পুড়ে ছাই। আগুনে পোড়া ধ্বংসস্ত‚পের মধ্যে শুধু জ্বলজ্বল করছে ওয়াহিদ ম্যানশনের নীচতলায় রাজমনি হোটেলের প্রবেশদ্বারে সাঁটানো পবিত্র কালিমা ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (স.)। পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে বহু কিছু। আগুনে অঙ্গার হয়েছে ৬৭ প্রাণ। এই আগুনে পুড়ে ছারখার চকবাজারে চুড়িহাট্টার একাধিক ভবন। ওয়াহেদ ম্যানশনের আশপাশের ভবনগুলোও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। চুড়িহাট্টা মোড়ের বাঁ দিককার রাজমনি হোটেলটিও পুড়ে গেছে। পুড়ে গেছে দোকানের আসবাব থেকে শুরু করে সাটারও। সামনের সাইনবোর্ডটাও অবশিষ্ট নেই। ভবন প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু অংশ পড়েও গেছে।
তবে হোটেলে প্রবেশদ্বারে সাদা টাইলস খোদাই করে লেখা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)’ অংশটুকু পুড়েনি। অবিকল অবস্থায় আছে। আরবি ও বাংলা ভাষায় লেখা মুসলমানদের পবিত্র কালিমায়ে তাইয়্যেবা অক্ষত দেখে অনেকেই অবাক হচ্ছেন। এটি অনেকের দৃষ্টিগোচরও হচ্ছে। অনেক ধর্মানুরাগীর মধ্যে এটি কৌতূহল সৃষ্টি করছে। জটলা পাকিয়ে দাঁড়িয়ে থেকে অনেকে রাজমনি হোটেলের প্রবেশদ্বারে লেখা কালিমা দেখছেন। আর প্রশ্ন করছেন- সবই পুড়ল, কিন্তু কালিমা অক্ষত-এটি কীভাবে সম্ভব।
সরেজমিন গিয়ে দেখা গেছে, গত বুধবারের আগুনে রাজমনি হোটেলের সামনের সাটার পুড়ে গেছে। দোকানের হাঁড়ি-পাতিলসহ আসবাব পুড়ে গেছে। কালি ও কেমিক্যালের ধোঁয়ার চিহ্ন লেগে আছে হোটেলের সাদা দেয়ালে। হোটেলের কর্মচারীরা বেঁচে আছেন কিনা কেউ বলতে পারছেন না।
উলেখ্য, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে গত বুধবার রাতে আগুন লাগে। এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।