Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মোড় নিয়েছে বিদ্যমান সঙ্কট

ব্রাজিল সীমান্ত বন্ধ করছে ভেনেজুয়েলা, উন্নত অস্ত্র দিয়েছে চীন ও রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


ব্রাজিল সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিদেশি ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তিনি এই ঘোষণা দেন। ভেঙে পড়ার অবস্থায় থাকা সমাজতান্ত্রিক রাষ্ট্র ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানো নিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও পশ্চিমা সমর্থিত স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোর মধ্যকার চলমান সংকট নতুন মোড় নিয়েছে। সীমান্তে জীবনরক্ষায় প্রয়োজনীয় আন্তর্জাতিক মানবিক সহায়তা আটকে দেওয়ার ঘটনায় বেড়েছে উত্তেজনা। বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো জানান, কলম্বিয়া সীমান্ত বন্ধেরও পরিকল্পনা করচেন তিনি। ভেনেজুয়েলায় চলমান মানবিক সংকটকে অস্বীকার করে এই ত্রাণকে তিনি যুক্তরাষ্ট্র পরিকল্পিত নাটক বলে আখ্যায়িত করেন। এখন পর্যন্ত ভেনেজুয়েলার সেনাবাহিনী এই ত্রাণ প্রবেশে বাধা হয়ে দাঁড়াতে পেরেছে। তবে মানবিক পরিস্থিতির কথা অস্বীকার করলেও মাদুরো ঞেঘাষণা দিয়েছেন তাদের মিত্র রাশিয়ার কাছ থেকে ৩০০ টন ত্রাণ সহায়তা গ্রহণ করা হবে। এদিকে রাজধানী কারাকাসের পশ্চিমে নিরাপত্তা বাহিনী কয়েকটি বাস ও গাড়ি আটকালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিলো। পুলিশকে টিয়ার গ্যাসও ব্যবহার করতে হয়। কিছুক্ষণ থেমে থাকলেও পরে সেই গাড়িবহর চলতে শুরু করে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন সামরিক আগ্রাসনের হুমকির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সামরিক বাহিনীর কাছে অত্যাধুনিক অস্ত্র-শস্ত্র রয়েছে যা রাশিয়া ও চীন সরবরাহ করেছে। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা সামরিক আগ্রাসন চালালে তা মোকাবেলার জন্য তার দেশের সেনাবহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। মাদুরো বলেন, মার্কিন আগ্রাসন মোকাবেলায় সেনাবাহিনীর সঙ্গে ভেনিজুয়েলার লাখ লাখ প্যারামিলিটারি অংশ নেবে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্প্যানিশ ভাষার টেলিভিশন চ্যানেল হিস্পান টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাদুরো এসব কথা বলেন। তিনি বলেন, মার্কিন সরকারের সামরিক হুমকিকে ভেনিজুয়েলা গুরুত্বসহকারে নিয়েছে এবং দেশের সীমান্ত ও ভৌগোলিক অখÐতা রক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। মাদুরো বলেন, “আমরা স¤প্রতি পাঁচদিনব্যাপী সামরিক মহড়া চালিয়েছি। এছাড়া, চীন ও রাশিয়া থেকে অত্যাধুনিক অস্ত্র পেয়েছি। আমরা আমাদের পুরো সামরিক বাহিনীকে উন্নত করেছি এবং জনপ্রিয় প্যারামিলিটারিকে বিস্তৃত করেছি যাদের সংখ্যা এপ্রিলের মধ্যে ২০ লাখে পৌঁছাবে।” স¤প্রতি ভেনিজুয়েলায় রাজনৈতিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে উসকানি দিয়ে এ সংকট তীব্রতর করে তুলেছে আমেরিকা। রয়টার্স, পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ