রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইল জেলা সংবাদদাতা
টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন পরিষদের নির্বাচনের দাবিতে রোববার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে ইউনিয়নবাসী। গতকাল রোববার সকাল সাড়ে দশটার দিকে কাতুলী ইউনিয়নের তোরাপগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার সড়কের দুপাশে মানববন্ধনে অংশ নেয়। পরে কাতুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, মোহাম্মদ কুদ্দুস মেম্বার, মুক্তিযোদ্ধা দেলবল আনসারী, মোহাম্মদ গোলাম সরোয়ার, আব্দুল কাদের জোয়ার্দার, মোহাম্মদ শরিফুল ইসলাম, মোসাম্মৎ শাহনাজ বেগম প্রমুখ। বক্তারা বলেন, ইউনিয়নে কোথাও কোনো নদী ভাঙ্গন বা সীমানা জটিলতা নেই। একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে মামলার মাধ্যমে কাতুলী ইউনিয়নের নির্বাচন স্থগিত করার ব্যবস্থা করেছে। নির্বাচন বন্ধ রেখে তারা ক্ষমতায় থেকে জনগণের অধিকার হরণ করতে চায়। অতি শিগগিরই মামলা প্রত্যাহার করে কাতুলী ইউনিয়নে নির্বাচন দেয়ার দাবি জানান বক্তারা। নদী ভাঙনের অজুহাতে মামলা করে নির্বাচন স্থগিত করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান সুমন দেওয়ান আরো পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য নানা ষড়যন্ত্র করছেন। আমরা নির্বাচনের মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচিত করতে চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।