Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকবাজারের অগ্নিকাণ্ডে সোনাইমুড়ির ৯ জন নিহত

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৪ এএম

 ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের মধ্যে অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউয়িনের বিভিন্ন গ্রামে। এ পর্যন্ত সোনাইমুড়ির ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে হতাহতদের অনেকের বাড়িতেই স্বজনদের আহাজারি করতে দেখা যায়। 

কেউ কেউ স্বজনদের কোনো সন্ধানই পাচ্ছেন না। তারা বেঁচে আছে না কি মারা গেছে তাও জানেন না।
এ পর্যন্ত যাদের নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে তারা হলো, নাটেশ্বর ইউয়িনের ঘোষকামতা গ্রামের সাহেব উল্লার দুই ছেলে রানা ও রাজু, নাসির উদ্দিনের ছেলে সাহাদাত উল্লা, দাউদ আলম, আনোয়ার হোসেন, বারোগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের রহিম বিএসসির ছেলে আনোয়ার হোসেন মঞ্জু, সহিদ আহমদের ছেলে হেলাল উদ্দিন, নাটেশ্বর ইউনিয়নের মির্জা বাড়ির বুলু মিয়ার ছেলে আলী হোসেন, নাটেশ্বর ইউনিয়নের আমিন উল্লার ছেলে সাহাদাত হোসেন হীরা। এছাড়া মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।
নাটেশ্বর ইউনিয়নের অধিকাংশ অধিবাসী দেশের বিভিন্ন স্থানে সুপ্রতিষ্ঠিত।
এর মধ্যে ঢাকার চকবাজারে শত শত ব্যবসায়ী রয়েছে। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটেশ্বর ইউনিয়নের অনেকে ক্ষতিগ্রস্থ হয়েছে।
পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন নাটেশ্বর থেকে চকবাজারে দুর্ঘটনাস্থলে পৌছে তাদের স্বজনদের সন্ধান করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ