Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে হুফফাজুল কুরআন সংস্থার আলোচনা সভা

বিশেষ সংবাদদাতা কক্সবাজার : | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

হুফফাজুল কুরআন সংস্থা কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন লেখক ও গবেষক মাওলানা আব্দুল গফুর।

সংস্থার সভাপতি হাফেজ মাওলানা মো. ইউনুছ ফরাজীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও কক্সবাজার ব্যুরো চিফ শামসুল হক শারেক, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নুরুল হক।

সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রিদওয়ানুল কাবীর এর পরিচালনায় আলোচনা সভায় বিভিন্ন এলাকার সংস্থার প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, গাজীদের সুস্থতা কামনা এবং বুধবার দিবাগত রাতে ঢাকা চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুফফাজুল কুরআন সংস্থার সভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ