রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
সৈয়দপুরে এক শিশু শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষিত শিশুকে ওইদিন সন্ধ্যায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে গত ১১ মে বিকালে। জানা যায়, সৈয়দপুর উপজেলার কামারপুকুর রিপুজি কলোনীর সোলেমানের কন্যা ও কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী সুমাইয়া (০৭) বাড়িতে একা খেলছিল। এমন সময় পাশের বাড়ির ফজলু মিয়া ওই শিশুকে একা পেয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে ঘরে ঢুকিয়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় সুমাইয়া চিৎকার করলে তার মুখ চেপে ধরে ধর্ষক। এমন সময় সুমাইয়ার বোন শহর থেকে এসে ঘরের দরজা বন্ধ পেয়ে সুমাইয়াকে ডাকাডাকি ও ঘরের দরজা ধাক্কাধাক্কি করলে ফজলু দরজা খুলে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শিশুকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। শিশুর পিতা সোলেমান হতদরিদ্র হওয়ায় টাকার অভাবে শিশুকে রংপুরে না নিয়ে ওই শিশুকে বাড়িতে রাখে। গভীর রাতে খবর পেয়ে ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন ওই বাড়িতে। খবর পেয়ে সৈয়দপুর থানার এসআই নাজমুল সঙ্গীয় ফোর্সসহ শিশুর বাড়িতে যায়। এদিকে বিচারের আশায় শিশুর পিতা বিভিন্ন লোকের দ্বারে দ্বারে ঘুরছে। অপরদিকে সামনে নির্বাচনের কারণে চেয়ারম্যানসহ অন্য প্রার্থীরা বিষয়টি আমলে নিচ্ছে না কেউ। গতকাল রোববার ওই বাড়িতে গেলে দেখা যায় শিশুটি কোন কথা বলছে না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তবে তার পিতা এ ব্যাপারে মামলা করবে বলে জানিয়েছে। এ বিষয়ে কথা হয় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ না দেয়ায় কোন ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।