Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকবাজারে ঘটনা অবহেলাজনিত হত্যাকাণ্ড

বাম গণতান্ত্রিক জোট

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা নিছক দুর্ঘটনা নয়, এটা একটা অবহেলাজনিত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে বাম গণতান্ত্রিক জোট। অগ্নিকান্ডে প্রায় শত মানুষের মৃত্যু ও অনেক আহতের ঘটনায় জোটের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেছেন, বার বার দুর্ঘটনায় মানুষ মরে, সরকার প্রতিশ্রুতি দেয় তারপর শেষ। জনগণ ভুলে যায়, সরকারও দায় মুক্তি পায়। এ ভাবে সরকারের অবহেলায় বারবার এমন ভয়াবহ হত্যাকান্ড ঘটছে। বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গতকাল পুরো এলাকা পরিদর্শন করে এক বিবৃতিতে এ কথা বলেন। জোটের সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে বাম জোটের কেন্দ্রীয় প্রতিনিধি দল গতকাল দুপুরে ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শনে যান। সেখানে গিয়ে স্থানীয় লোকজন এবং উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলে দুর্ঘটনার কারণ, উদ্ধার অভিযানের অগ্রগতি, হতাহতের বিষয়ে খোঁজ খবর নেন। বাম জোটের পরিদর্শন টিমে সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ ছাড়াও উপস্থিত ছিলেন সাইফুল হক, রুহিন হোসেন প্রিন্স, শুভ্রাংশু চক্রবর্ত্তী, অধ্যাপক আব্দুস সাত্তার, বাচ্চু ভুঁইয়া, মমিনুল ইসলাম, কাফি রতন, আবদুর রাজ্জাক, আহসান হাবিব বুলবুল প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ চকাবাজারে গতকালের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং তদন্তপূর্বক অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে পুরানো ঢাকার ঘনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকা থেকে কেমিক্যাল ও দাহ্য পদার্থের গোডাউন ব্যবসা সরিয়ে নেয়ার দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চকবাজারে ঘটনা হত্যাকাণ্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ