Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুট্টা চাষে ঝুঁকছে নাঙ্গলকোটের কৃষক

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা

কুমিল্লার নাঙ্গলকোটের বিভিন্ন এলাকায় ভুট্টা চাষে আগ্রহী হচ্ছে প্রান্তিক কৃষকরা। এক সময়ে ভুট্টা কি জিনিস তা অনেকেই চিনত না। বর্তমানে গ্রামাঞ্চলের বহু কৃষক উদ্বুদ্ধ হয়ে চাষ করছে অর্থকরী ফসল ভুট্টা। যা গম ও আটার বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। নাঙ্গলকোটের বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়। বাংলাদেশের মাটির সাথে মিশে আছে কৃষকের মন ও প্রাণ। তাই এ দেশের মানুষ মাটি থেকে উৎপন্ন করছে নানা জাতের ধান, পাট, ফলফলাদি ও নানা রকম শাক-সবজি। ফলে দিন দিন দূরীভূত হচ্ছে জনগণের অভাব-অনটন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন জানান, নাঙ্গলকোট উপজেলায় প্রাথমিকভাবে প্রায় ৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভবিষ্যতে কীভাবে ভুট্টা চাষের সুদূর প্রসার করা যায় সে জন্য সহকারী কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে গিয়ে ভুট্টা চাষে কৃষকদের পরামর্শ দেওয়ার জন্য। এ ব্যাপারে সরকারিভাবে কৃষকরা সহায়তা পেলে ভুট্টা চাষে ব্যাপক উন্নয়ন ঘটাতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুট্টা চাষে ঝুঁকছে নাঙ্গলকোটের কৃষক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ