Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাপ্তাইয়ে সুস্বাদু পাহাড়ি আনারসে সাফল্য

কাপ্তাই (রাঙ্গামাটি) থেকে কবির হোসেন | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

কাপ্তাইয়ে সুস্বাদু পাহাড়ী আনারসের সয়লাব। পার্বত্যঞ্চলে এবার আগাম আনারসের সয়লাব ঘটেছে। কাপ্তাইয়ের দূর্গম পাহাড়ী এলাকাসহ বিভিন্ন ঝুঁম চাষীরা এবার তাদের নিজস্ব এবং পাহাড়ী বনাঞ্চলের পরিত্যাক্ত জায়গায় অন্যন্যা চাষের পাশা,পাশি আনারস চাষে ব্যাপক সাফল্য লাভ করেছে। প্রতিনিয়ত পাহাড় হতে নৌকা,ইঞ্জিন চালিত বোট ভর্তি আনারস কাপ্তাই একমাত্র আপ স্ট্রিম জেটিঘাট ও নতুনবাজার আনন্দ মেলা ঘাটে আসছে। ঘাট হতে বিভিন্ন জেলার ব্যবসায়ীরা তা ক্রয় করে নিয়ে যাচ্ছে। ঝুঁম চাষী আনন্দ মোহন চাকমা বলেন,এবার পাহাড়ে অন্যান্য চাষের পাশা,পাশি তার নিজস্ব ২একর জায়গায় আনারস রোপন করেছে। প্রথমে আনারস রোপন করতে প্রায় ২০/৩০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে সে প্রায় ২লাখ টাকার আনারস ইতি মধ্যে বিক্রয় করছে বলে জানান। এবারের আনারস খুবি সুস্বাদু বলে তিনি উল্লেখ করেন। এদিকে,ঢাকা-চটগ্রাম হতে আসা ব্যবসায়ী জয়নাল ও রহমান জানান,পার্বত্যঞ্চলের সুস্বাদু ও ফরমালিন মুক্ত একেবারে তরতাজা আনারস আমরা কাপ্তাই তথা বিভিন্ন এলাকা হতে ক্রয় করে নিচিছ। তাতে আমাদেরও ব্যবসায়া ভাল হচ্ছে বলে উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাহাড়ি আনারস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ