Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বইমেলায় শিশুদের আনন্দ সিসিমপুর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

টিভি অনুষ্ঠানগুলোর মধ্যে এখন পর্যন্ত শিশুদের কাছে বেশি জনপ্রিয় অনুষ্ঠান 'সিসিমপুর'। একুশে গ্রন্থমেলায় শিশুদের আনন্দ হলো সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্ত¡র। সিসিমপুরের সবাইকে সামনে পেয়ে শিশুরা মেতে ওঠে আনন্দ উল্লাসে। সিসিমপুরের সবাই মঞ্চে পারফরমেন্স করে। এছাড়া হালুম, ইকরি, শিকু ও টুকটুকিকে পেয়ে আনন্দিত শিশুরা। কেউ হাত মেলাচ্ছে, কেউ ওদের সঙ্গে ছবি তুলছে। ছোট ছোট শিশুরা বাবা-মায়ের সঙ্গে বই কিনছে, কিনছে কার্টুনও। ‘চলছে গাড়ি সিসিমপুরে’ গানে শিশু চত্ত¡রের স্টেজে আপন মনে নাচতে দেখা যায় শিশুদের। চত্ত¡রে চিলড্রেন্স পাবলিকেশন, শিশুরাজ্য, শৈশব প্রকাশ, সিসিমপুর, ঘুড়ি প্রকাশন, মাহি প্রকাশনী, ছোটদের মেলা, শিলা প্রকাশনী, বাবুই, ঘাস ফড়িংসহ প্রায় ৩০ টির মতো স্টল রয়েছে; যেখানে শিশুদের বই পাওয়া যাচ্ছে। এগুলোর মধ্যে সিসিমপুর, শৈশব, প্রগতি পাবলিকেশনে বেশি ভিড় দেখা যায়। মেলায় শিশুদের জন্য ব্যতিক্রমভাবে শিশুদের অতি পরিচিত এই চরিত্রগুলো নিয়ে এবারের বইমেলায় বাংলা একাডেমি চত্ত¡রে অংশ নিয়েছে সিসিমপুর প্রকাশন। গ্রন্থমেলায় ১৩টি নতুন বই এনেছে সিসিমপুর। মোট ৩৬টি উপকরণ দিয়ে সাজানো হয়েছে এবারের সিসিমপুরের স্টল। গল্পের ছলে বর্ণমালা, সংখ্যা ইত্যাদির পাশাপাশি রয়েছে বিভিন্ন পাজল এবং কবিতার ফ্লিপ চার্ট, রয়েছে গল্প-কবিতার বই। শিক্ষা উপকরণের পাশাপাশি এবারের মেলায় পাওয়া যাচ্ছে সিসিমপুরের সম্পূর্ণ নতুন চারটি ডিভিডি।



 

Show all comments
  • Afia sultana Rakhi ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ২:২২ এএম says : 0
    Sisimpur boi melai kokhon r Kobe Ashe?
    Total Reply(0) Reply
  • Afia sultana Rakhi ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ২:২৪ এএম says : 0
    Sisimpur boi melai kokhon r Kobe Ashe?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বইমেলায় শিশুদের আনন্দ সিসিমপুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ