ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
কানাডায় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে শা এসোসিয়েটস্ ওঈঊঋ আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ শিক্ষা সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান শা এসোেিসয়টস্ এর দুই কর্মকর্তা মোহাম্মদ আল আমিন ও বাপন সাহা গত ১০ই মে কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। গত ১২ মে থেকে কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য উক্ত সম্মেলনে বিশ্বের সব প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও কানাডা ও আমেরিকার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগন উক্ত সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করেন। সম্মেলনে অংশগ্রহন ছাড়াও তাঁদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বাংলাদেশী শিক্ষার্থীদের আমেরিকা-কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্তাবলী, বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহন, স্কলারশীপ পাওয়া কিভাবে আরও সহজতর করা যায় তা নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন। প্রতিবছরের ন্যায় এবারও শা এসোসিয়েটস্ আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে অংশগ্রহনের সুযোগ পেয়ে গৌরবান্বিত বোধ করছে। সম্মেলন শেষে শা এসোসিয়েটস্ এর দুই কর্মকর্তা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন শেষে আগামী ১ জুন দেশে ফিরবেন। ষ শিক্ষাঙ্গন ডেস্ক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।