বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাটের কাশিয়াবাড়ী এলাকায় ট্রেনের ধাক্কায় লিপি আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি মানসিক রোগে ভুগছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ কাশিয়াবাড়ী মহল্লার আব্দুল হামিদ দেওয়ানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি কাশিয়াবাড়ী এলাকা অতিক্রম করার সময় লিপি রেললাইনে উঠে পড়েন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিঁটকে পড়ে গেলে তার দুই পা কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই আব্দুল গাফ্ফার জানান, লিপির গাইবান্ধায় বিয়ে হয়েছে। মানসিক রোগে আক্রান্ত হওয়ায় দুই বছর ধরে আমার বোনকে আমাদের বাড়িতে রেখে চিকিৎসা করানো হচ্ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।