বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী লোকসভা ভোটে তামিলনাড়–তে ডিএমকে-র সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল কংগ্রেস। রাজ্যের ৯টি আসন রাহুল গান্ধীর দলের জন্য ছেড়ে দিল ডিএমকে। এ ছাড়া পুদুচেরির একমাত্র আসনটিও কংগ্রেসের জন্য বরাদ্দ করা হয়েছে। গতকাল বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন ডিএমকে প্রেসিডেন্ট এমকে স্ট্যালিন।
যদিও রাজ্যের কোন কোন কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে আগামী দিনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্ট্যালিন জানিয়েছেন। তামিলনাড়–তে মোট লোকসভার আসন সংখ্যা ৩৯।
গত মঙ্গলবারই তামিলভূমে এআইএডিএমকে, বিজেপি এবং পিএমকে জোটের কথা ঘোষণা করেছে। এর ২৪ ঘণ্টার মধ্যে জোটের কথা ঘোষণা করল বিরোধী ডিএমকে-কংগ্রেস। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।