Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএমপির ১৩ সহকারী পুলিশ কমিশনারকে পদায়ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। গতকাল ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
এর মধ্যে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সচিবালয় নিরাপত্তা বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া রোকসানা ইসলাম সুজানাকে সিটি রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া সালাউদ্দিনকে ডিএমপির অর্থ বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া কাজী হাসান উদ্দিনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া আবু তালেবকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া মোহাম্মদ ইমরুলকে প্রটেকশন বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া মাহফুজুর রহমানকে পিআর অ্যাএন্ড এইচআরডি বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া এম রফিকুল হাসান ভূইয়াকে ডিএমপি প্রটেকশন বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া রাজন কুমার সাহাকে ডিএমপি ডেভেলপমেন্ট বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া তরিকুল ইসলাম মাসুমকে পিএস অ্যান্ড আইআই বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া তানভীর রহমানকে ডিএমপির লজিস্টিকও বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া আশফাক আহমেদকে পিএস অ্যান্ড আইআই বিভাগ, ট্রেনিং শেষে ডিএমপিতে যুক্ত হওয়া মাহমুদুজ্জামানকে সিটি ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএমপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ