Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন দগ্ধ ১৫ জন ঢামেক হাসপাতালে ভর্তি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১:৫৪ এএম

 রাজধানীর চকবাজারে একটি বহুতল ভবনে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকান্ড ঘটেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ ১৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতরাত ১০টা ৩৮ মিনিটে চকবাজার চুড়িহাট্টা এলাকায় ওই বহুতল ভবনের নীচতলার প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। পরে দ্রæত আগুন ভবনের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। এলাকাবাসী বলছে, একটি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান দৈনিক ইনকিলাবকে জানান, চকবাজার চুড়িহাট্টা এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট। আগুন পাশাপাশি দুই ভবনে ছড়িয়ে পড়েছে। ১৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও এই সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভর্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ