Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

রাজস্থানে নিহত ১৩
ইনকিলাব ডেস্ক : ভারতের রাজস্থানের প্রতাপগড় জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় চার শিশু ১৩ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার পুলিশের বরাত দিয়ে একথা জানায় ভারতীয় গণমাধ্যম। সোমবার রাতে বনস্বরা থেকে নিমবহেরা যাওয়ার পথে দ্রুতগতির ট্রাকটি রামদেব মন্দিরের কাছে স্টেট হাইওয়ে-১১৩ এর পাশের বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। ‘হিন্দুস্তান টাইমস’।
রামদেবের খায়েশ
ইনকিলাব ডেস্ক : রোজ রোজ মার খাওয়ার চেয়ে পাকিস্তানকে শিক্ষা দিতে যুদ্ধে লড়াই করা উচিত ভারতের। এমনই মন্তব্য করলেন ভারতের বিখ্যাত ইয়োগা গুরু বাবা রামদেব। পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ভারতের সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত। পাকিস্তান ও সন্ত্রাসবাদীদের মুখের ওপর জবাব দিতে হবে। সবার আগে পাকিস্তানকে তিন টুকরো করে দিতে হবে। এনডিটিভি।
মহাকাশ বাহিনী
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ‘মহাকাশ বাহিনী’ বা ‘স্পেস ফোর্স’ গঠনের আদেশে সই করেছেন। এতে ‘মহাকাশ বাহিনী’ গঠনের বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়েছে। আর এ জাতীয় বাহিনী গঠনের মধ্য দিয়ে মহাশূন্যে যুদ্ধের দামামা বাজানো শুরু হলো বলে অনেকেই মনে করছেন। রয়টার্স।
৭ শিশুর মৃত্যু
ইনকিলাব ডেস্ক : কানাডার হ্যালিফ্যাক্স শহরে একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের সাতটি শিশু মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবারের এ ঘটনায় নিহত শিশুদের বয়স তিন মাস থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে কানাডার গণমাধ্যম। শোকাবহ এ ঘটনার শিকার পরিবারটি সিরিয়া থেকে আসা শরণার্থী বলে শনাক্ত করেছে কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। রয়টার্স।
ক্ষমা চাইলেন
ইনকিলাব ডেস্ক : ভারতের সুপ্রিম কোর্টে নিঃশর্তভাবে ক্ষমা চাইলেন কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমার। সারদা চিট ফান্ড মামলায় সিবিআইয়ের দায়ের করা আবেদনের প্রত্যুত্তরে ক্ষমা প্রার্থনার এফিডেভিট জমা দিয়েছেন তিনি। তার পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব মলয় দে ও ডিজিপি বীরেন্দ্র কুমারও এফিডেভিটের মাধ্যমে সুপ্রিম কোর্টে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ