প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সেরা ২০ তারকার মধ্যে ঢাকাই চলচ্চিত্রের কিং খান শাকিবের স্থান ১৮তম। বিষয়টা ভাবতে শাকিব ভক্ত দর্শকদের হয়তো একটু অবাক লাগছে। অবাক লাগাটাই স্বাভাবিক। তবে এটা বাংলাদেশের কোনো জরিপ নয়, সম্প্রতি এই জরিপ চালিয়েছেন কলকাতার একটি সংবাদপত্র।
গেল বছর কলকাতায় শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’, ‘নাকাব’ মুক্তি পায়। এ চলচ্চিত্রগুলোর ব্যবসা, দর্শকদের চাহিদা, সহশিল্পী সবকিছু বিবেচনা করে ‘কলকাতা টাইমস’ সেরা ২০ তারকার মধ্যে ১৮-তে স্থান দিয়েছে ঢালিউড কিংকে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ তালিকা প্রকাশ করে তারা।
এর মাধ্যমে হ্যাশট্যাগে ‘কলকাতা টাইমস মোস্ট ডিজায়ারেবল ম্যান’-এ সেরা ২০জন তারকার তালিকায় এবারই প্রথম এলো কোনো বাংলাদেশি অভিনেতার নাম।
ঢালিউডের কাঁটাতার পেরিয়ে ইদানিং টালিগঞ্জেও দাপিয়ে বেড়াচ্ছেন জয়ের বাবা-এ খবর সবারই জানা। ইতোমধ্যেই কলকাতার বেশ কয়েকটি চলচ্চিত্রে শাকিবের উপস্থিতি বেশ লক্ষনীয় ভাবেই ধরা পড়েছে দর্শক চোখে। এছাড়া নতুন আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিস্বাক্ষরও করছেন তিনি। এসবের প্রমাণ মেলে গেলো বছরের দিকে নজর দিলে। কারণ ২০১৮ সালের পুরোটা সময়ই দুই বাংলায় সমান ভাবে আলোচিত ছিলেন ঢালিউডের রাজপুত্র।
শাকিব খান অভিনীত কলকাতার যে চলচ্চিত্রগুলো দর্শক উপভোগ করেছেন। সেগুলোর ফলাফলও প্রকাশ পেয়েছে নানা ভাবে। কলকাতা টাইমসের এ জরিপ এসবের মধ্যে অন্যতম বললে ভুল হবে না। কারণ বছর জুড়ে যেসব তারকা নিজের কাজ কর্ম দিয়ে আলোচনায় থাকেন, দর্শক যাদের নিয়ে মাতামাতি করেন, তাদের বাছাই করেই সেরাদের তালিকা প্রকাশ করে পত্রিকাটি।
কলকাতা টাইসের খবরে বলা হয়েছে, শাকিব খান তার স্টারডম দিয়ে হঠাৎ পশ্চিমবঙ্গের নারীদের মনে ঝড় তুলেছিলেন। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় সিনেতারকা। আমরা তার পরের কাজের জন্য অপেক্ষা করছি। সংক্ষিপ্ত পরিচিতিতে আরো উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে তুমুল জনপ্রিয় ও অপ্রতিদ্ব›দ্ধী সুপারস্টার শাকিব।
উল্লেখ্য, টাইমস অব ইন্ডিয়া বলিউড, তামিল, তেলেগু, মারাঠি, মালায়লাম এসব তারকাদের পাশাপাশি ২০১৩ সাল থেকে কলকাতার তারকাদের ‘কলকাতা টাইমস মোস্ট ডিজায়ারেবল ম্যান’ সেরাদের তালিকা প্রকাশ করছে। প্রথমবার এ তালিকায় সেরা হয়েছিলেন টালিগঞ্জের দেব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।