পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যবসার খরচ কমাতে অনলাইনে চলতি মাসেই ১৫ সেবা দেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) আওতায় আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে এ সেবা পাবেন বিনিয়োগকারীরা। বিডা সূত্রে এ তথ্য জানা গেছে।
অনলাইনে বিডার ১৫টি সেবার মধ্যে রয়েছে-ভিসা সুপারিশ (নতুন), ভিসা সুপারিশ (সংশোধন), আগমনের উপর ভিসা, ভিসা আগমন (সংশোধনী), ওয়ার্ক পারমিট (নতুন), ওয়ার্ক পারমিট (সংশোধন), ওয়ার্ক পারমিট (বাতিলকরণ) ওয়ার্ক পারমিট (এক্সটেনশন), অফিস অনুমতি (নতুন), অফিস অনুমতি (এক্সটেনশান), অফিস অনুমতি (বাতিলকরণ)।
এ ছাড়া অফিস অনুমতি (সংশোধন), প্রকল্প নিবন্ধন (নতুন), রেমিট্যান্স সেবা (নতুন), পেমেন্ট গেটওয়ে। বিডার পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে এসব সংশ্লিষ্ট শাখায় অনলাইনে প্রদান করতে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে এসব সেবা ম্যানুয়ালি প্রদান করতে উৎসাহিত করতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।