Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলা হবে দুর্নীতিমুক্ত জেলা- জেলা প্রশাসক

নিজেও দুর্নীতি করব না, কাউকেও দুর্নীতি করতে দিব না

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৪৯ পিএম

ভোলার লালমোহন উপজেলার মানসম্মত শিক্ষা,মাদক,আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
গতকাল বুধবার সকাল ১১ টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফকরুল আলম হাওলাদার,মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম,কৃষি কর্মকর্তা এম এম শাহাবুদ্দিন আহমেদ, ওসি মীর খায়-রুল কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, লর্ডহাডিন্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, রমাগন্জ ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া,মহিলা উদ্যোক্তা অাঙ্কুরা বেগম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এমএম আলী রেজা রাজু,ফরাজগন্জ ইউপি চেয়ারম্যান আবুল বাশার সেলিম প্রমুখ।
সভার কার্যক্রম উপস্থাপনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নবী। সভা শেষে ভিক্ষা বৃত্তি বন্ধের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়।
পরে দুপুর ২ টায় লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে অধ্যক্ষ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি,ওসি মীর খায়রুল কবির অত্র কলেজের শিক্ষক, অভিভাবক ফকরুল আলম , ছাত্রী আয়েশা রেদওয়ান প্রজ্ঞা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্নীতিমুক্ত জেলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ