বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
“যদি শান্তি এবং উন্নয়ন চান, সামাজিক ন্যায়বিচারের জন্য কাজ করুন” জাতিসংঘ নির্ধারিত এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস পালিত হয়েছে। বুধবার ওয়ার্ল্ড লিংকআপের উদ্যোগে রাজশাহীতে এ দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি র্যালী পুরাতন কোর্ট মোড় থেকে শুরু করে নতুন কোট চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কনফারেন্স রুমে একটি আলোচনা সভায় মিলিত হয়। ওয়ার্ল্ড লিংকআপের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদার ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে আয় ও সম্পদের বৈষম্য দৃশ্যমান। সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সৃষ্টি করে বেকারত্ব দূর করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য তিনি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড লিংকআপের সভ-সভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক আসমা সুলতানা, পিস এ- জাস্টিস টিমের কো-অরডিনেটর ওয়াহিদুজ্জান সিফাত, দৈনিক ইনকিলাবের রাবি প্রতিনিধি মিজানুর রহমান রানাসহ ওয়ার্ল্ড লিংকআপের প্রায় অর্ধশতাধীক সদস্য ও কোর্টের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওয়ার্ল্ড লিংকআপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালের ৮ই আগষ্ট প্রতিষ্ঠা লাভ করে। এ সংগঠনটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর ১৭ টি গোল নিয়ে কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।