Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটিশ লেবার দলে সঙ্কট ঘনীভূত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম


বিদ্রোহের আগুন ব্রিটেনে বিরোধী লেবার দলে। এ আগুন আরো প্রখর হওয়ার পূর্বাভাষ দিচ্ছেন দলের ভিতরকার শীর্ষ স্থানীয় কিছু নেতা। তারা বলছেন, এরই মধ্যে ৭ জন এমপি দল ত্যাগ করেছেন। আরো অনেকে একই পথ অনুসরণ করবেন। ফলে লেবার দলে সঙ্কট ঘনীভূত হচ্ছে বলে মনে করা হচ্ছে। যদি এমনটা হয় তাহলে বড় একটি সঙ্কটে পড়ে যাবেন জেরেমি করবিন। সোমবার তার দলের ৭ জন এমপি দল থেকে নাটকীয়ভাবে পদত্যাগ করেন। জবাবে এসব এমপিকে ‘কাপুরুষ’, বিশ্বাসঘাতক ও বিভক্তি সৃষ্টিকারী হিসেবে আখ্যায়িত করেন। একই সঙ্গে তিনি তাদেরকে স্ব স্ব আসনও ত্যাগ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ঐক্যের ডাক দিয়েছেন জেরেমি করবিন। কিন্তু সে ডাকে কি কাজ হচ্ছে! না, সঙ্কট আরো গাঢ় হওয়ার আভাষ দেয়া হচ্ছে। দলের উপনেতা টম ওয়াটসন বলেছেন, আরো এমপি লেবার দল ত্যাগ করার কথা ভাবছেন। ব্যাকবেঞ্চার বলে পরিচিত প্রথম সারির এমপি চুকা উমুন্না ও লুসিয়ানা বার্গারের নেতৃত্বে সোমবার ৭ এমপি পদত্যাগ করেন। তারা বলেছেন, হাউস অব কমন্সে তারা একটি ‘ইন্ডিপেন্ডেন্ট গ্রæপ’ বা স্বতন্ত গ্রæপ সৃষ্টি করবেন। তাদের সঙ্গে অন্য লোকজনকে এবং অন্য দলকে যোগ দেয়ার আহŸান জানিয়েছেন তারা। সোমবার সন্ধ্যার দিকে আভাষ মেলে যে তারা মধ্যপন্তি এবং ব্রেক্সিট বিরোধী গ্রæপ গড়ে তুলবেন। ১৯৮১ সালে এসডিপি নামে একটি দল গঠন হওয়ার পর এটাই প্রথম লেবার দলে বিভক্তি।
এবার পদত্যাগ করেছেন এই দু’জন ছাড়া অ্যাঙ্গেলা স্মিথ, গাভিন শুকার, মাইক গেপস, ক্রিস লেসলি এবং অ্যান কফি। তাদের পদত্যাগের পর পরই দলনেতা জেরেমি করবিন দলের প্রতিটি সদস্যের উদ্দেশে তার হতাশার কথা জানিয়ে লিখেছেন, একটি ক্ষুদ্র গোষ্ঠী দল ছেড়ে গেছে। তবে সবাইকে দলে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান তিনি। এরপর দীর্ঘ একটি বিবৃতি দিয়েছেন দলের উপনেতা ওয়াটসন। তিনি ওইসব এমপির চলে যাওয়ায় বেদনা প্রকাশ করেন। ইন্ডিপেন্ডেন্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ