Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

থাইল্যান্ড সরকার কর্তৃক বিরল সম্মাননা পেলেন রাউজানের অনুত্তর বড়ুয়া

রাউজান উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:১৪ পিএম

থাইল্যান্ড সরকার কর্তৃক বিরল সম্মাননা পেলেন রাউজানের অনুত্তর বড়ুয়া। উপজেলার হলদিয়া বড়ুয়া পাড়ার কৃতি সন্তান শিক্ষানুরাগী,ধর্মীয় ও সামাজিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট এই গুণী ব্যক্তি থাইল্যান্ড সরকার কর্তৃক সেদেশের প্রেসিডেন্ট এওয়ার্ড লাভ করেছেন। হলদিয়া চাইল্ড কেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবুল মুনছুর জানান, থাইল্যান্ডে অনুষ্ঠিত ৩ দিনের আন্তর্জাতিক সেমিনারে বিশ্বের ৩০টি দেশের প্রতিনিধির মধ্যে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে মানবাধিকার,সমাজ সেবা ও বৌদ্ধ ধর্মের কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ অনুত্তর বড়ুয়াকে গতকাল বিশেষ সম্মাননা প্রেসিডেন্ট এওয়ার্ড প্রদান করা হয়। থাইল্যান্ড থেকে ফোনে অনুত্তর বড়ুয়া জানান, আমাকে দেওয়া আমাকে দেওয়া এ এওয়ার্ডের সম্মান আমি দেশের মানুষের জন্য উৎসর্গ করলাম। তার এ সফলতায় হলদিয়া চাইল্ড কেয়ার একাডেমী সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাকে অভিনন্দন জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিরল সম্মাননা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ