বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা : এবার রডের পরিবর্তে বাঁশ না পাথরের সাথে ইটের খোয়া মিলিয়েই কার্পেটিং করা হচ্ছে বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কাজ। আর এ কাজে বাধা দেয়ায় ঠিকাদারের ক্যাডারের হাতে শারিরীকভাবে লাঞ্ছিত হয়েছেন একজন উপ-সহকারী প্রকৌশলী। শুক্রবার দুপুরের পরে সোলোমবাড়ীয়া বাস স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঐ দিন রাতেই মোরেলগঞ্জ থানায় উপসহকারী প্রকৌশলী মো. সোয়েব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শুক্রবার কার্পেটিংয়ের কাজ তদারকীতে আসেন বাগেরহাট জেলার উপসহকারী প্রকৌশলী মো. সোয়েব হোসেন। এ সময় তিনি অনিয়ম দেখে কাজে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক পে-লোডার অপারেটর সেলিম ওরফে সলিম ওই প্রকৌশলীকে মারপিট করেন। গুরুতর আহত প্রকৌশলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম শনিবার বিকেলে মোবাইল ফোনে বলেন, অনিয়মে বাধা দেয়ায় সোয়েব হোসেনকে মারপিট করেছে। তাই মামলা করা হয়েছে। পাথরের সাথে খোয়া মিলানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোন অনিয়মকেই ছাড় দেয়া হবে না এবং অনুসন্ধান চালিয়ে কাজের সংশোধন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।