Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রতিবন্ধীরা এ সমাজের বোঝা নয়, সম্পদ -তারানা হালিম

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং সমাজের সম্পদ। শিক্ষা লাভ করে তারা সকলের সাথে কাজ করতে পারে। প্রতিভা খুঁজে বের করে তাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য সরকার অটিস্টিক ও অটিজম নিয়ে ব্যাপক উদ্যোগ নিয়েছে। পঞ্চগড় জেলা সরকারি অডিটরিয়ামে গতকাল শনিবার ‘সকলের ভালোবাসায় এগিয়ে যাবে প্রতিবন্ধীরাও’ শিরোনামে দারিদ্র্য কল্যাণ সংস্থা আয়োজিত প্রতিবন্ধী মেধা অন্বেষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রতিবন্ধীরাও বাংলাদেশের নাগরিক। স্বাভাবিক মানুষের মতো তাদেরও সকল অধিকার ভোগ করার অধিকার রয়েছে। প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের বিষয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন। মন্ত্রী বলেন, যারা সন্ত্রাস করে, খুন করে, জঙ্গিবাদ করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে তারা প্রতিবন্ধী। আপনাদের দৃষ্টিশক্তি না থাকলেও আপনাদের মনের আলো আছে। আপনারা সেই আলো দিয়ে এসব কাজ থেকে বিরত থাকেন। সপ্তাহের প্রতি শনিবার প্রতিবন্ধীদের জন্য সিম রেজিস্ট্রেশনের দিন ধার্য করা হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন। দারিদ্র্য কল্যাণ সংস্থার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক এমপি ফরিদা আখতার হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক অমলকৃষ্ণ মÐল, সাবেক এমপি মাহফুজা মÐল, চেমন আরা তৈয়ব, জাসদ সভাপতি আব্দুল মজিদ বাবুল, সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহজালাল প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবন্ধীরা এ সমাজের বোঝা নয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ