বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডালিম ঘরামী (৩৭) নামে এক ঘটক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার শিয়ালকাঠী-দান্ডোয়াড গ্রামে। গতকাল বেলা ৩টায় নিহত ডালিমের লাশ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা গেছে গত সোমবার শিয়ালকাঠী ফেরিঘাটে মহাসিন (১৭) এবং বাবলু (১৫) ক্রিকেট খেলার বাজির ৫০ টাকা দেনা-পাওনা নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এরই একপর্যায়ে বাবলু চলা (লাকরী) দিয়ে মহাসিনের মথায় আঘাত করে। তাকে গুরুতর আহত অবস্থায় মহাসিনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং বাবলু ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনা শুনে বাবলুর পিতা ঘটক ডালিম ঘরামী ওই স্থানে গেলে সেখানের চা দোকানী হানিফ, ইকবালসহ ৪/৫ জন মিলে মহাসিনের পক্ষ হয়ে তাকে গাছের সাথে বেঁধে বেদম মার ধোর করে। দুদিন পরে ডালিম চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে যায়। সেখান থেকে চিকিৎসকরা তাকে গতকাল বেলা ১১টার দিকে বাড়ীতে ফেরত পাঠায়। ডালিম বাড়ীতে ফেরার আধা ঘণ্টা পরে মারা যায়। এদিকে মোতালেবের ছেলে মহাসিন অবস্থা গুরুতর হওয়ায় শেবাচিম হাসপাতালের চিকিৎসক তাকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন।
পুলিশ ডালিমের মৃত্যুর সংবাদ পেয়ে থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ জসিম, এসআই মোস্তাফিজ, এএসআই বেল্লালসহ পুলিশ ঘটনাস্থলে যান। তারা সুরতহাল লিপিবদ্ধ করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য গাছের সাথে বেঁধে ঘটক ডালিমকে মারধোর করার ঘটনায় উদয়কাঠী ইউপি চেয়ারম্যান রাহাত আহম্মেদ ননীও যুক্ত ছিলেন। এ ব্যাপারে সেকেন্ড অফিসার এসআই জসিম বলেন, ইউপি চেয়ারম্যান রাহাত আহম্মেদ ননী এ ঘটনায় যুক্ত আছে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে রনি নামের একজনকে জিজ্ঞাসার জন্য থানায় আনা হয়েছে। ডালিম হত্যার এ ঘটনায় মামলা হবে। আজ ডালিমের লাশ ময়নাতদন্তে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে উদয়কাঠী ইউপি চেয়ারম্যান রাহাত আহম্মেদ ননীর সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি জানান ওই ঘটনার সময় আমি মাদারীপুর খালা বাড়ীতে ছিলাম। ডালিমের স্ত্রী মঞ্জু বেগম জানান, তার স্বামী মৃত্যুর আগে বলেছে, চা দোকানদার হানিফসহ ৪-৫ জন তাকে মেরেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।