Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও ৫৫টি পর্ন সাইট বন্ধ করে দিয়েছে বিটিআরসি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৫১ পিএম

গত ৬ ফেব্রুয়ারি থেকে দুই হাজার ৮০০ পর্ন ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। সর্বশেষ সোমবার (১৮ ফেব্রুয়ারি) নতুন করে আরও ৫৫টি পর্ন সাইট বন্ধ করতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কমিশন। বিটিআরসির নির্দেশনা পাওয়ার পরপরই তা বাস্তবায়নে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবিএ’র সাধারণ সম্পাদক এমদাদুল হক। ২০১৬ সালের নভেম্বরে পর্ন ওয়েবসাইটগুলো বন্ধ করতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। এর পরপরই বিটিআরসি ৫০০টি পর্ন ওয়েবসাইট বন্ধ করে দেয়। আর গত ৬ ফেব্রুয়ারি থেকে আরও দুই দফা পর্ন সাইট বন্ধ করে দেয়ার নির্দেশ দেয় কমিশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পর্ন সাইট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ