রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বৃটিশ আমলের বহু মূল্যমানের একটি সীমানা পিলারসহ বিশাল গ্রাম থেকে পাঁচ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ ফেব্রুয়ারি রাতে এসআই দিলীপ ও এএসআই মোজাম্মেলের নেতৃত্বে পুলিশের একটি দল বিশাল গ্রামের জামাল ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে সীমানা পিলারসহ তাদের আটক করেন। গ্রেফতারকৃতরা হলো গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার হরিবাহাটি গ্রামের মাহাবুব আলম, নাজিরপুর উপজেলার রঘুরাথপুর গ্রামের একলাছুর রহমান ও জাহিদুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া গ্রামের রাসেল খান সাইদ ও বিশাল গ্রামের জামাল ফকির।
নেছারাবাদ থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদে জামাল ফকিরের বাড়ি থেকে ওই পিলারসহ প্রতারকচক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে থানায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আসামীদের কোর্টে চালান করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, শনিবার রাতে বিশাল গ্রামের জামাল ফকিরের বাড়িতে বসে আসামীরা বৃটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর তৈরী ৩২ ইঞ্চি লম্বা ও ২৩ ইঞ্চি বেরের বি-৩১ ও ১৮-১৮ সংকেত নম্বরের একটি সীমানা পিলার বিক্রির পায়তার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সীমানা পিলারসহ ওই ৫ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।