প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অদ্ভুত কাজ করাই হল আদি কন্ট্রাক্টরের (ফারহান আখতার) পেশা। যেমন একবার তাকে হলিউডের ফিল্মের জন্য বানর পাচার করতে হয়েছিল। আরেকবার গোলাপি হাতি খোঁজার দায়িত্ব দেয়া হয়। সর্বশেষ এক ইতালীয় যাদুঘরের হয়ে এক সন্ন্যাসী সংগ্রহের কাজ নেয় সে।এই সন্ন্যাসী বা ফকিরকে একটি শিল্পের অংশ হিসেবে ৭ দিনের এক প্রদর্শনীতে গলা পর্যন্ত মাটিতে চাপা থাকতে হবে গ্যালারিতে। বেনারস এসে সে এমন কাউকে পেতে ব্যর্থ হয়। এরপর সে একজন কাস্টিং কর্মীর দেখা পায় তার কাছে সব কঠিন চাহিদার জবাব হল ‘হয়ে যাবে’। তার সাহায্যে জুহু সৈকতে বিলবোর্ড আর দালানের পেইন্টার সাত্তারের (আন্নু কাপুর) সঙ্গে আদির পরিচয় হয়। জুহু সৈকতে গলা পর্যন্ত বালিতে চাপা থাকার এক কৌশল দেখায় সাত্তার। এই নকল সন্ন্যাসীকে নিয়ে ভেনিসে এসে পৌঁছে আদি। এরপর ঘটতে থাকে একের পর এক অপরিকল্পিত সব ঘটনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।