Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

হোয়াট মেন ওয়ান্ট

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম


অ্যাডাম শ্যাঙ্কম্যান পরিচালিত কমেডি ফিল্ম ‘হোয়াট মেন ওয়ান্ট’। ‘ওয়েডিং প্ল্যানার’ (২০০১), ‘ব্রিঙ্গিং ডাউন দ্য হাউস’ (২০০১), দ্য প্যাসিফায়ার’ (২০০৫), ‘চিপার বাই দ্য ডজন টু’ (২০০৫), ‘হেয়ারস্প্রে’ (২০০৭), ‘বেডটাইম স্টোরিজ’ (২০০৮) এবং ‘রক অফ এইজেস’ (২০১২) শ্যাঙ্কম্যান পরিচালিত চলচ্চিত্র।
সফল স্পোর্টস এজেন্ট আলি ডেভিস (টারাজি পি. হেনসন) নিশ্চিত ছিল যে ওয়ার্ল্ডওয়াইড স্পোর্টস ম্যানেজমেন্ট সম্মেলনে সে তার কাঙ্ক্ষিত পার্টনার পেয়ে যাবে। কিন্তু সে যখন তার নাম শোনার অপেক্ষায় তখন প্রচারিত হল এক পুরুষের নাম। সে অনেকটাই নিশ্চিত হয়ে যায় পুরুষদের কাছ থেকে কাজ ছিনিয়ে নেয়া যাবে না। তাই সে ভাবে পুরুষদের মনে কী চলে তা জানতে। এক সাইকিকের সঙ্গে যোগাযোগ করে সে। এক বিশ্রি স্বাদের চা খেতে দেয়া হয় তাকে। এরপর এক দুর্ঘটনায় জ্ঞান হারায় আলি, জ্ঞান ফেরার পর সে অনুভব করে পুরুষদের মনের কথা বুঝতে পারছে সে। নতুন এই ক্ষমতা ব্যবহার করে সে পুরুষ সহকর্মীদের ছাড়িয়ে পেশাগতভাবে ছাড়িয়ে যায় কিন্তু একই সঙ্গে সে উপলব্ধি করে বন্ধু আর প্রেমিকের সঙ্গে তার সম্পর্ক যেন পরীক্ষার মুখোমুখি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোয়াট মেন ওয়ান্ট

১৮ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ