বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সড়ক দুর্ঘটনায় পাবনা মেডিকেল কলেজের ছাত্রী তানিজা হায়দার নিহতের ঘটনায় ক্রমেই ফুঁসে উঠছে মেডিক্যালের শিক্ষার্থীরা। তারা ৪র্থ দিনের মতো জড়িতদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবিতে ক্লাস বর্জন করে ফের রাস্তায় নেমে এসেছেন। পাবনা মেডিক্যাল কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে বিক্ষোভ, অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছেন তারা। তাদের দাবি-দাওয়া মেনে নেওয়া না হলে আন্দোলন আরও বেগবান করা হবে বলে জানান।
রোববার বেলা ১২ টার দিকে শিক্ষার্থীরা পাবনা জিরো পয়েন্টে অবস্থান নেন। এসময় শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মাহফুজ নয়ন প্রমুখ। বক্তারা দুর্ঘটনার সাথে জড়িত ইজিবাইক ও ট্রাক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান। পরে তারা ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর প্রদান করেন। জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন তাদের দাবী মেনে নেওয়ার আশ্বাস দিয়ে রাস্তা অবরোধ না করে ক্লাশে ফিরে যেতে অনুরোধ করেন।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যার প্রাক্কলে সহপাঠির মোটর সাইকেলে চড়ে ক্যাম্পাসে ফেরার পথে একটি ব্যাটারী চালিত ইাজ বাইকের ধাক্কায় রাস্তায় পড়ে যান তানিজা এই সময় মিকস্চার মেশিন বহনকারী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত হন তার বন্ধু অর্ক । পুলিশ ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও হেলপারকে এখনও ধরতে পারেননি। পাবনা সদর থানার অফিসরা ইনচার্জ ওবাইদুল হক জানান, তাদের গ্রেফাতারের চেষ্টা চালানো হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।