Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবিতে শিবির সন্দেহে শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:৫৮ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর করে জখম করেছে শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। মারধরকারীরা ছাত্রলীগের বহিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মী বলে জানা যায়। রবিবার সকাল ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থীর নাম সাইফুল্লাহ খালেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪-১৫ সেশনের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, সাইফুল্লাহ আজ সকাল সাড়ে ১০টার দিকে নাস্তা করতে কলা ঝুপড়িতে যায়। পরক্ষণে ছাত্রলীগের নেতা-কর্মীরা শিবির সন্দেহে তাকে বেধড়ক মারধর করে। এ সময় ইট, পাটকেল দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সাইফুল্লাহকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ