Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় যুগান্তকারী-ইসলামী ঐক্যজোট

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করতে আনা ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণার রায়কে যুগান্তকারী ও জনগণের প্রত্যাশায় প্রতিধ্বনি বলে জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা ডা. মাও. শওকত আমীন পীর সাহেব বি.বাড়িয়া। তিনি বলেন, এই রায় জনগণের ন্যায়বিচার প্রত্যাশার আশ্রয়স্থল বিচার বিভাগকে সমুন্নত, স্বাধীন ও নিরপেক্ষ রাখার পক্ষে মহান পদক্ষেপ যা বিচার বিভাগকে শক্তিশালী মর্যাদাবান এবং অন্যায় প্রভাব ও নিয়ন্ত্রণ হতে মুক্ত থাকতে সাহায্য করবে। বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। ইসলামি ছাত্র সমাজের সহ-সভাপতি আরমান হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মহাসচিব রফিকুল ইসলাম, দপ্তর সচিব শামীমুজ্জামান আযাদ, সমাজ কল্যাণ সচিব মো. আলমগীর, মহানগরের সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি সাদ্দাম হোসেন মাহমুদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় যুগান্তকারী-ইসলামী ঐক্যজোট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ