Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে সরকারি ওষুধ চুরির ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি ওষুধ চুরির ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন মেডিসিন বিভাগের ডা. ইউসুফ আলী, গাইনী বিভাগের ডা. মিনাক্ষি চাকমা ও আরপি বিভাগের ডা. আলীমুদ্দিন। ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুপার ডা. মো. আবুল কালাম আজাদ নির্দেশ প্রদান করেন। সুপার জানান, অপরাধী যে ব্যক্তিই হোক তার বিচার করা হবে। 

সূত্র গত শুক্রবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি ওষুধসহ সরোয়ার নামে এক ওষুধ চোরকে আটক করে হাসপাতাল সংলগ্ন বটতলা এলাকা থেকে। গভীর অনুসন্ধ্যানে রহস্য উৎঘাটনে মোড় নিয়েছে। সরোয়ারের নিকট থেকে যারা ওষুধ কিনে ব্যবসা করে থাকেন তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায়ই সরোয়ার সরকারি ওষুধ বিভিন্ন দোকানে বিক্রি করে থাকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুরে সরকারি ওষুধ চুরির ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ