বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইডেন কলেজের সাবেক প্রিন্সিপাল মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় জড়িত দু’জনকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। তারা হলেন- গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না এবং রুনু বেগম।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই আলমগীর হোসেন মজুমদার তাদের আদালতে হাজির করে হত্যার মূল রহস্য উদঘাটকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর সায়েন্স ল্যাবের সুকন্যা টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনা নিহতের স্বামী ইসমত কাদির গামা বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর পরে দু’জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আরও একজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।