Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদের বাইরে নাগরিক সমাজ হবে বিরোধী দল

বরিশালে ড. বদিউল আলম মজুমদার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সু-শাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু গণতন্ত্র চর্চায় সংসদের ভেতরে ও বাইরেও বিরোধী দল থাকতে হয়। সংসদের বাইরে নাগরিক সমাজকে ইতিবাচক মনোভাব নিয়ে বিরোধী দলের ভ‚মিকা পালন করারও তাগিদ দেন তিনি। তাদের দায়িত্ব হবে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়া। সরকার যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং মানুষের কল্যাণে কাজ করে সেলক্ষে কাজ করা। গতকাল শনিবার সকালে বরিশাল নগরীর খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে সুজনের বিভাগীয় পরিকল্পনা সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, গনতন্ত্রের কাঠামো হচ্ছে নজরদারীর কাঠামো। রাষ্ট্রের ৩টি বিভাগ একে অপরের উপর নজরদারি করবে। সরকারের বিপরীত দিকে থাকবে বিরোধী দল। একাদশ জাতীয় নির্বাচনে একটি কৃত্রিম বিরোধী দলের সৃষ্টি হয়েছে। তারা জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে পারবে না বলে মত প্রকাশ করে তিনি বলেন, জনগণকেই হতে হবে আসল বিরোধ দল। আগামীতে গ্রহনযোগ্য নির্বাচন করে কিভাবে নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা যায় সে লক্ষ্যে সুজন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সুজনের বিভাগীয় পরিকল্পনা সভার সমন্বয়কারি ও জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, ঝালকাঠি সুজনের সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, বরগুনা সুজনের সম্পাদক অ্যাডভোকেট কাদের হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ