গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নগরীর কালুরঘাট শিল্প এলাকায় একটি কারখানায় বয়লার বিস্ফোরণে মোঃ আরমান আলম (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল (শনিবার) কালুরঘাটের এশিয়া প্যাসিফিক পেপার মিলে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে উক্ত দুর্ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসকে বয়লার বিস্ফোরণের খবরটি জানানো হয় দুপুরের পর। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বিকেল ৩টার দিকে কারখানায় পৌঁছে উক্ত শ্রমিকের লাশ উদ্ধার করেন।
ঘটনাস্থল পরিদর্শনের পর ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেছেন, ফায়ার স্টেশনের যথানিয়মে অনুমোদন নিয়ে চুল্লী-বয়লার স্থাপন করতে হয়। কিন্তু নিয়ম লঙ্ঘন করে এশিয়া প্যাসিফিক পেপার মিলে চুল্লী-বয়লার স্থাপন করা হয়েছে।
তাছাড়া উক্ত কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থাও রাখা হয়নি। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী মিল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।