Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বগুড়া গাবতলী রোডে সিএনজি চলাচল বন্ধ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৮ পিএম

বগুড়া গাবতলী রোডে চলাচলকারি সিএনজি চালিত অটোরিক্সা চালকদের সাথে ব্যাটারি চালিত ইজিবাইক চালকদের মারামারির ঘটনায় ওই রোডে সিএনজি অটো রিক্সার চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এই রোডে চলাচলকারি যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে একজন ইজিবাইক চালকের সাথে সিএনজি চালকের মারামারিকে ঘিরে দুপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে। তবে শহরের চেলোপাড়া নামক যে স্থানে এই হাঙ্গামার
ঘটনা ঘটে সেখানে ইজিবাইক চালকদের অবস্থান শক্তিশালী হওয়ায় তারা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ২৫/৩০টি সিএনজি ভাংচুর করে। খবর পেয়ে ১১টার পর পুলিশ ঘটস্থলে পৌঁছে। তবে পুলিশের উপস্থিতিতেও কয়েকটি সিএনজি ভাংচুর হলে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিএনজি চলাচল বন্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ