বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী ব্যুরো : নোয়াখালীর ৩টি উপজেলায় প্রতি বছর সৃষ্ট অগ্নিকা-ে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট হচ্ছে। অগ্নিকা-ের সময় নোয়াখালী জেলা সদর ও চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থল পৌছার আগেই ভস্মীভূত হচ্ছে বিপুল সম্পদ। অপরদিকে মেঘনা বেষ্টিত হাতিয়া উপজেলায় ফায়ার সার্ভিসের কার্যক্রম না থাকায় প্রতি বছর বিভিন্ন হাট বাজার ও বসত বাড়ীতে সৃষ্ট অগ্নিকা-ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে। ফলে নোয়াখালীর সোনাইমুড়ী, সূবর্ণচর ও হাতিয়া উপজেলায় অগ্নিকান্ড থেকে জানমাল রক্ষাকল্পে ৩টি উপজেলায় ফায়ার সার্ভিন স্টেশন নির্মান চলছে। হাতিয়া উপজেলার সাগরিয়া ও নিঝুমদ্বীপে ২টি পুলিশ তদন্ত কেন্দ্র ভবন নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কিউ এম শাহজালাল মজুমদার ইনকিলাবকে জানান, চাটখিল ফায়ার সার্ভিস ভবন এবং হাতিয়া উপজেলায় পুলিশ তদন্ত কেন্দ্র দুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট উপজেলায় ফায়ার সার্ভিস ভবন নির্মাণ কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট বিভাগসমূহের নিকট এগুলো হস্তান্তর করা হবে। আর এতে করে জনসাধারণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।