Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘প্যারেন্ট ট্র্যাপ’ কৌশলে বাবা-মাকে মেলাতে চেয়েছিলেন লিনজি লোহান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

অভিনেত্রী লিনজি লোহান (৩২) ‘প্যারেন্ট ট্র্যাপ’ ফিল্মের কায়দায় তার নিজের বাবা-মাকে মেলাবার চেষ্টা করেছিলেন। তারকার বাবা মাইকেল পেইজ সিক্সকে জানিয়েছেন তার কন্যা তার ভাইবোন- আলি, মাইকেল আর কোডির সঙ্গে শলাপরামর্শ করে তার গত জন্মদিনে তাকে তার প্রাক্তন স্ত্রী ডিনার সঙ্গে অন্তত এক সন্ধ্যার জন্য হলেও মেলাবার চেষ্টা করেছিল। “আমার গত জন্মদিনে আমি আমার সন্তানদের নিয়ে নিউ ইয়র্কের পার সেতে গিয়েছিলাম, আর সেখানে পার্টিতে অপাংক্তেয় ডিনা এসে উপস্থিত হয়,” মাইকেল বলেন। “আমার অজান্তে লিনজিই এই পরিস্থিতি সাজিয়েছিল ডিনা উপস্থিত হলে সে বলে, ‘হ্যাপি ‘প্যারেন্ট ট্র্যাপ’, বাবা!’,” মাইকেল বলেন। ২০ বছর ঘর করার পর ২০০৭ সালে মাইকেল (৫৮) আর ডিনা (৫৬) আলাদা হয়ে যান। মাইকেল সাংবাদিক কেইট মেজরকে (৩৬) বিয়ে করেন; কেইট গত সেপ্টেম্বরে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। অন্যদিকে ডিনা জেসি ন্যাটলারের সঙ্গে ডেট করছেন। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্যারেন্ট ট্র্যাপ’ কমেডি ফিল্মে লিনজি ছোট বেলায় আলাদা হয়ে যাওয়া যমজ অ্যানি আর হ্যালির ভূমিকায় অভিনয় করেন। একই সামার ক্যাম্পে প্রথম দেখা হলে তারা পরস্পরের অস্তিত্বের কথা জানতে পারে। তারা তাদের বিচ্ছিন্ন বাবা-মাকে এক করার জন্য এক পরিকল্পনা করে। মাইকেল আর ডিনা এক হবেন এমন সম্ভাবনা না থাকলেও মাইকেল বলেন, “আমি চাই ডিনা আর আমার সন্তানরা সুখী থাকুক।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্যারেন্ট ট্র্যাপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ